বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত¡াবধানে পটুয়াখালী জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে ১১ জানুয়ারি কলাপাড়া পৌর অডিটরিয়াম কমপ্লেক্স, পটুয়াখালীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স এর আয়োজন করে। উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স এ মো. সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বরিশাল জোনাল অফিস প্রধান অতিথি ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ইকবাল মহসীন, পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় এবং মো. মাহবুব-উল আলম, উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম এবং ব্যাংকের লীড শাখা খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মীর তৌহিদ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি