শাহীন গল্ফে ১০ম এসজিসিসিপি মেম্বারসকাপ গল্ফ টুর্নামেন্ট ২০১৮ শনিবার সম্পন্ন হয়েছে। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ঘাঁটি অধিনায়ক, বা বি বা ঘাঁটি জহুরুল হক উক্ত টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত টুর্নামেন্টে প্রফেসর ডা. মো. ইমাম উদ্দিন ১৮ হোল খেলায় বিজয়ী এবং জাহিন আহমেদ রানার আপ ট্রফি অর্জন করেন। গ্রুপ ক্যাপ্টেন এস এম শামীমুল হক ০৯ হোল খেলায় বিজয়ী এবং টি জে চৌধুরী রানার আপ ট্রফি অর্জন করেন। মৌসুমী মনজুর মহিলা গ্রুপে বিজয়ী এবং কামরুন নেছা এহসান রানার আপ ট্রফি অর্জন করেন। মাস্টার ইয়াছরিব জুনিয়র গ্রুপে বিজয়ী এবং মাস্টার তাছনিম কারার রানার আপ ট্রফি অর্জন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ। বিজ্ঞপ্তি