ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমির সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মেজবাহ উদ্দিন। প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন-অধ্যাপক বেলাল উদ্দীন আহমদ। মুহাম্মদ হোসেন ও প্রিন্সিপাল আবু বকরের যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সেলিম উদ্দিন পারভেজ । বিশেষ আলোচক ছিলেন ডা. মুহাম্মদ শহীদুল্লাহ্। স্বাগত বক্তব্য রাখেন- পরিচালনা পরিষদ সচিব মুহাম্মদ নাছির উদ্দিন। অতিথি ছিলেন এড. ইউসুফ আলম মাসুদ, নুরুল ইসলাম, মফিজুর রহমান, ইদ্রিস চৌধুরী, নাজিম উদ্দীন খান প্রমুখ।