হাটহাজারীর ধলই শাহী দরবারের আধ্যাত্মিক সাধক হযরত শাহজাহান শাহ্ (রা.) ৫১৫তম বার্ষিক ওরশ ও চাহরম শরীফ মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খতমে কোরান, নাতে মোস্তফা (স.), মাজার শরীফ গোসল, পুষ্প প্রদান, জেয়ারত, মিলাদ, কেয়াম, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, হুজুরের জিবনী ও সুফিবাদের উপর আলোচনা, করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি