রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নেই ভারতের। আলোচনায় আসে দেশটির সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করছে ভারত। যদিও খেলার দুনিয়ায় সেটি সম্ভব হচ্ছে না।
চলতি বছর ভারতের মাটিতে হতে চলা ছেলেদের হকি এশিয়া কাপে পাকিস্তান দলকে ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। বিষয়টি আয়োজক ফেডারেশন হকি ইন্ডিয়াকেও (এইচআই) ইতিমধ্যে জানানো হয়েছে। পাকিস্তানকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দিলে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। এমন ভেবেই মূলত ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, একটি নির্দিষ্ট দলকে খেলার সুযোগ না দিলে বিশ্ব হকিতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকত ভারত। পাশাপাশি ভারত সরকার আগামী একযুগের মধ্যে কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস আয়োজনের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেটির ক্ষেত্রেও নেতিবাচক পরিস্থিতি তৈরি হতো।
যে কারণে আগস্টের হকি এশিয়া কাপ ও নভেম্বরের জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে অভ্যন্তরীণ অনুমোদন দিয়েছে ভারত সরকার।