শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

1

বাঁশখালী উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর জহিরুল ইসলাম, ভূমি উন্নয়ন অফিসার মো. শওকতুজ্জামান, কৃষি অফিসার, মৎস্য অফিসার, এলজিআইডি অফিসার, এবং বাঁশখালী হসপিটালের ডাক্তার প্রতিনিধি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সনাতনী ব্যক্তিবর্গ।
সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও জেনারেটরের ব্যবস্থা নিশ্চিতকরণ, পূজামন্ডপসমূহে যাতায়াতের জন্য যানজট ছাড়া রাস্তার ব্যবস্থা, প্রত্যেক মন্দির এলাকায় ৩-৪টি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিতকরণ, প্রতিমা বিসর্জনের দিন পুলিশ ফোর্স নিয়োগ করা, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন ও সকল পূজামন্ডপে দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি করা, পূজামন্ডপের পাশে মাদকদব্য নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা, প্রতিটি পূজা মন্ডপে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া উপজেলা প্রশাসন, চেয়ারম্যান, মেম্বাররা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন এবং পূজামন্ডপ পরিদর্শন করবেন বলে সভায় অবহিত করা হয়। উল্লেখ্য, দুর্গাপূজা ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে। বিজ্ঞপ্তি