ইউএই সরকার অনুমোদিত প্রবাসী সংগঠন শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহাদাত হোসেন। ৩০ অক্টোবর সমিতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সভাপতির অনুপস্থিতিতে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে শাহাদাত হোসেন বলেন, প্রবাসীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই।
প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে শারজাহ প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসবে।-ইউএই প্রতিনিধি











