তমাল বেশ ধীরস্থির একজন যুবক। পড়াশুনা শেষ করে চাকরি পেয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বনবাস, পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু-বউ রায়া থাকে রাজশাহী। পড়াশুনা করছে, স্বভাবে তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল। মোটামুটি এমন দুটি বিপরীতধর্মী চরিত্র নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান। এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দু’জনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। এই নির্মাতা জানান, এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা; মিলেমিশে একাকার। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘তবুও মন’ নাটকটি আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।