শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশ-ইন্দোনেশিয়া একসাথে কাজ করবে : সুফি মিজান

1

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। উভয় দেশ ভবিষ্যতেও সহযোগিতার এ ধারাবাহিকতা বজায় রাখবে। এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে দুই দেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও ইন্দোনেশিয়ার অনারারি কনসাল সুফি মোহম্মদ মিজানুর রহমান। গতকাল খুলশিতে অনারারি কনসাল কার্য্যলয়ে সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ইন্দোনেশিয়া সরকার কর্তৃক সর্বোচ্চ প্রশংসাপদক হস্তান্তরকালে তিনি একথা বলেন।
‘পদক হস্তান্তর’ আয়োজিত এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়া থেকে আগত সে দেশের সরকারের বিশেষ দূত ডাওরানাআতিকাশডিউই ও ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়া দুতাবাসের পলিটিক্যাল এফেয়ার্স প্রধান নূরহামামুরিজকী প্রশংসাপদক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি