চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেবী দুর্গা মানুষকে অশুভ শক্তির, অন্যায় ও অধর্মের বিরুদ্ধে সাহসী ও সংগ্রামী হতে শিক্ষা দেয়। দুর্গাপূজার মানে আত্মশক্তিতে বলীয়ান হয়ে অপশক্তিকে নির্মূল করা। দুর্গাপূজায় বিশ্বমানবতার বাণী, বিশ্বশান্তি ন্যায়বিচার, সভ্য প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। নীতি নৈতিকতা মেনে চলতে এবং সমাজসেবা ও জনকল্যাণ কর্মকান্ডে প্রণোদনা জোগায়। বাংলাদেশের দুর্গোৎসব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, সর্বজনীন ঐতিহ্য ও সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছে। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি। এই মর্ম অনুধাবন করে, সমাজে পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ, বিভেদ, সংকীর্ণতা ভুলে একে অপরের মঙ্গল কামনা করে দেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্গা উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সেই আনন্দ সারা বছর জাগরুক থাকুক এবং আপনাদের আনন্দের মধ্যে দিয়ে বাংলাদেশ আনন্দময় হোক, শান্তিময় হোক।
১৩ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচলাইশ জয় সংঘ পূজা উদ্যাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি মÐপে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, সিরাজুল ইসলাম, মো. আলী সাকি। উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন রাসেল, কামাল উদ্দিন, মহিউদ্দিন রুবেল, রাশেদ খান টিপু, মো. সাগর, সত্যজিৎ বড়ুয়া রুপু, মো. রাশেদ, উত্তম দে, অভিজিৎ শীল, যীশু চৌধুরী জিকু সহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি