চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, প্রতিটি ধর্ম মানুষকে শৃঙ্খলা, সহিষ্ণুতা ও মানবিকতা শিক্ষা দেয়। আর ইসলাম হলো মানবতার ধর্ম, শান্তি, সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। জাতি-ধর্ম বংশ-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার, সহমর্মিতা, সৌজন্যমূলক আচরণ, জীবের প্রতি দয়া এই ধর্মের অন্যতম শিক্ষা। তাই আমাদের ছেলে-মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আইনের সঙ্গে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা অপরিহার্য।
২৮ ডিসেম্বর সকাল ১০টায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বাদশা চেয়ারম্যান ঘাটা ইমাম আবু হানিফা (রা.) ইসলামিক একাডেমি এবং তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক সীরাত (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মো. বকতেয়ার, হাজী ইসহাক চৌধুরী, নুরুল আলম, মঞ্জুর আলম মঞ্জু, গিয়াস উদ্দিন ভুইয়া, ওয়ালি উল্লাহ, সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন ফরিদ আহমদ, মো. হোসেন, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, কাউছার আলম কায়ছার, আব্দুল আজিজ, পেয়ার মো., ফজল আমিন, জয়নাল আবেদীন, সালাউদ্দিন, সাদ্দাম হোসেন, জহুর আলম, মো. রহিম, মো. জয়নাল, মো. মহসিন, আব্দুল মান্নান, মো. কায়ছার, রেজওয়ান, নবী, হৃদয়, রবিউল প্রমুখ। বিজ্ঞপ্তি