শান্তি ও সম্প্রীতির গানে দুই তারকা

1

সেরাকণ্ঠ তারকা ঝিলিক ও ক্লোজআপ ওয়ান তারকা অপু আনাম। দ্বৈতকণ্ঠে তারা বাংলাদেশ বেতারের শান্তি ও সম্প্রীতির গানে কণ্ঠ দিয়েছেন। গত ৩০ অক্টোবর ছিল গানটির রেকর্ডিং। ‘বিপ্লবী জুলাইয়ের দিনগুলো’ শিরোনামে গানটি লিখেছেন রিপা সরকার, সুর ও সংগীতায়োজন করেছেন খ্যাতিমান শিল্পী মিল্টন খন্দকার। জুলাই-আগস্টে শহীদদের স্মরণে বাংলাদেশ বেতার প্রতিদিনের অনুষ্ঠানমালায় সম্প্রচার করবে গানটি। এ গান নিয়ে অপু আনাম বলেন, ‘অনেকদিন পর একটি ব্যতিক্রমধর্মী গান গাইলাম। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা যেভাবে রাজপথে রক্ত ঝরিয়েছে, শহীদ হয়েছে, সে বিষয়টি আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমি নিজেও এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমি ছাত্র-জনতার এই আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী। এবার সেই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে একটি গান গাইলাম, ভাবতে ভালোই লাগছে। মিল্টন খন্দকার ভাইয়ের মতো প্রাজ্ঞ একজন সংগীতজ্ঞ এমন একটি গানে সুর করেছেন এবং সেই গানে তিনি আমাকে গাওয়ার সুযোগ দিয়েছেন, সেটা আমার জন্য সম্মানের। বেতারের সংগীত বিভাগের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই-আগস্টের বিপ্লব ছাত্র-জনতার মধ্যে যে দেশপ্রেম ছিল তা এ গানটির মধ্যে ফুটে উঠেছে। বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র এ বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের গান করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র এ গানটি রেকর্ড করেছে। গানটিতে দেশপ্রেমের কথা ফুটে উঠেছে, নতুন বাংলাদেশকে কেমন দেখতে চাই সেই প্রত্যাশার কথাও এতে তুলে ধরা হয়েছে। গানটি দুয়েক দিনের মধ্যে প্রচার হবে।