শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে আলেমদের সহযোগিতা কামনা

2

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কওমী মাদ্রাসাসমূহের পরিচালক ও প্রতিনিধিদের সাথে থানা পুলিশের এক মতবিনিময় সভা গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত হয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আলেম ওলামা ও কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সচেতন থাকার আহবান জানিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, কেউ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কিংবা কোন ধরনের উস্কানিতে পা না দেয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রশাসন সজাগ রয়েছে, তার পাশাপাশি আলেম ওলামাদেরও এই বিষয়ে সজাগ থাকতে হবে। এটা শুধু প্রশাসন কিংবা পুলিশের দায়িত্ব নয়, আলেম ওলামাদেরও এখানে বড় ভূমিকা রয়েছে। তিনি হিন্দু সম্প্রদায়ের এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেন।
এসময় বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ, চাম্বল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, দিদারিয়া নুরুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল কাসেম আজিজী, আল ফারুক মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুনুর রশিদ, দারুল কারীম মাদ্রাসার পরিচালক শফকত হোসাইন চাটগামী, বৈলছড়ি দারুন নুর মাদ্রাসার পরিচালক মাওলানা ইউনুস, মাওলানা তকিউদ্দীন ইসহাক, মাওলানা আমিন চৌধুরী প্রমুখসহ বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।