শান্তিনগর ইউনিট ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে সভা

1

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতেন্ত্রর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শান্তিনগর ইউনিট ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল। প্রধান বক্তা ছিলেন ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইফুল। বিশেষ অতিথি ছিলেন মাহাবুল আলম উজ্জল।
ইউনিটের সাবেক যুগ্ম আহŸায়ক মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনগর ইউনিট যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ নজু, মোহাম্মদ মুকাদ্দাস মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আলম মাঝি, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ ওমর প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি