ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী জুটির চলচ্চিত্র ‘বিদ্রোহী’ ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, এবার ঈদের মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ছবিটি ইতোমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সোমবার ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের দেখার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেন শাহীন সুমন। ‘একটু প্রেম দরকার’ নাম নিয়ে ছবিটির শুরুর পর পাল্টে ‘ক্রিমিনাল’ রাখা হয়। মুক্তির আগে দ্বিতীয় দফায়ও নাম পাল্টিয়ে ‘বিদ্রোহী’ করা হয়েছে বলে জানান পরিচালক। এতে শাকিব-বুবলী ছাড়াও এতে সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলমসহ আরও অনেকে অভিনয় করেন।