শহীদ স্মৃতি গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয় ‘ডি’ গ্রæপের দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চাটগাঁও নাইট রাইডার বনাম ধানমন্ডি ক্রিকেট ক্লাব। টসে হেড়ে প্রথমে ব্যাট করতে এসে চাটগাঁও ২০ ওভার মোকাবেলা করে ২৩৪ রান পাহাড় গরেন, এতে তারা ৭টি উইকেট হাড়ায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আতিক ৯০(৪৭)। জবাবে ব্যাট করতে নেমে ধানমন্ডি ব্যাট করতে নেমে ১০টি উইকেটে হারিয়ে মাত্র ১১২ রান করতে সক্ষম হয়। নিয়ন্ত্রিত ব্যাটিং করে করে ম্যাচ সেরা নির্বাচিত হন আতিক ব্যাটিং-৯০(৪৭)। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আম্পায়ার অলি।
দিনের দ্বিতীয় খেলায় মোকাবেলা করেন পাচলাইশ ক্রিকেট একাডেমি বনাম ম্যাশ ক্রিকেটারস। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ম্যাশ ক্রিকেটারস। পাচলাইশ ব্যাট করতে নেমে ২০ ওভার মোকাবেলা করে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান রানের বিশাল পাহাড় করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইশতিয়াক ৬০(৩৫)। জবাবে ব্যাট করতে নেমে ম্যাশ ক্রিকেটারস নির্ধারিত রানের আগে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। ম্যাচ সেরা হন ইশতিয়াক [ব্যাটিং:৭৫(৩১)] পাচলাইশ ক্রিকেট একাডেমির খেলোয়াড়। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জসীম বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব।