শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

1

রাউজান প্রতিনিধি

রাউজানের ফতেনগরের অন্যতম ক্রিড়া ভিত্তিক সংগঠনফতেনগর খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী ও বিএনপি নেতা মো. দিদারুল আলম ওয়াহেদীর সভাপতিত্বে ও সংগঠক এস এম সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. নুরুল হুদা চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী মো. সেলিম উদ্দীন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মো.জাহেদুল আলম, ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বেলাল হোসেন মানিক, মো. রাশেদুল আলম ওয়াহেদী।