শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা

1

বেসরকারি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশে আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’ গত ২৫ ডিসেম্বর সকাল ১০টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৯২ টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ৪০ হাজার পাঁচশত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরিদর্শনে ছিলেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, কাজী আহসানুল আলম, কফিল উদ্দীন রানা, এস এম আবু সাদেক ছিটু, আহমদ রেজা, আবদুল্লাহ আল মুমিন, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মাসরুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম ও মোহাম্মদ ফোরকান প্রমুখ। বিজ্ঞপ্তি