শহীদ বাবলু স্মৃতি অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

1

নগরীর শেরশাহ কলোনী মাঠে শহীদ শফিকুল আলম বাবলু স্মৃতি অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ গত ১৫ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মরহুম মোস্তাফা স্মৃতি সংঘ বোয়ালখালী সৈয়দপুরকে ১-০ গোলে এবং এসএম আমিন এন্ড সন্স ৪-১ গোলে শ্যামলছায়া ফুটবল ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আবু মুসা, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি শেখ আলাউদ্দিন, থানা যুবদলের সাবেক আহবায়ক অরুপ বড়ুয়া, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ করিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (বাবু), বায়েজিদ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক মনজুর হোসেন, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন (বাবু) ও ওবায়দুল হক, ২নং জানালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহাবুদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান রানা, যুবদল নেতা আজিজ, মিন্টু, নিক্কি, মহিউদ্দিন, ঝন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি