শহীদ পরিবারে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

1

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গের পরবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তনে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।
এতে জেলা পরিষদের প্রশাসক বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ। গণ-অভ্যুত্থানে সব শহীদ পরিবারের কাছে আমরা ঋণী। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ অকাতরে জীবন দিয়েছে। আমরা সবাই তাদের এই দানকে স্বীকার করি। আমাদের তরুণ প্রজন্মরা যে ত্যাগস্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সার্চ কমিটির সদস্য সাঈদ খান সাগর, প্রধান সহকারী মোহাম্মদ এজাজ, সিএটু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, হিসাব রক্ষক তাফহীম কবির চৌধুরী, পিএটু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি