শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুইটি কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। প্রথম খেলা সিটিজি প্রোপার্টি ফুটবল একাডেমী বনাম বি ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স হাটহাজারী মাদার্শা প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত খেলায় ট্রাইবেকারে বি ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স হাটহাজারী মাদার্শা ৭-৬ গোলে সিটিজি প্রোপার্টি ফুটবল একাডেমীকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বি ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স হাটহাজারী মাদার্শার গোলকিপার সুমান। সেরা খেলোয়াড়ের টেস্ট প্রদান করেন মুক্তিযোদ্ধার সাবেক কৃতি খেলোয়াড় শহীদুল ইসলাম সুমন। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদ বনাম চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ। উক্ত খেলায় গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদকে ১-০ গোলে চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কর কর্মচারী কল্যাণ সংসদ এর সাজ্জাদ। দ্বিতীয় খেলায় পুরস্কার বিতরণ করেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এর প্রাক্তন কৃতি খেলোয়াড় জনাব আলম।