শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। গতকাল ১২ এপ্রিল শনিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে লোহাগাড়া একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহব্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, পটিয়া পৌরসভা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির আনসার, মেজবাহ উদ্দিন চৌধূরী জাহেদ,উপজেলা বিএনপির যূগ্ম আহব্বায়ক মইনুল আলম ছোটন, যূগ্ম আহব্বায়ক সফিকুল ইসলাম সফিক, সাইফুদ্দিন আহেমদ, হাজী কামাল উদ্দিন, হারুনুর উর রশিদ চৌধুরী, মোজাম্মেল হক, কমিশনার আবুল ফয়েজ, পৌর বিএনপির যূগ্ম আহব্বায়ক তৌহিদুল আলম প্রমুখ।