মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউএসটিসি জাতীয়তাবাদী চিকিৎসক পরিষদের উদ্যোগে ২ জুন বাদে জোহর ফয়’স লেক নুরিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল, এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দারুল হুদা দরবার শরীফের পীর মাওলানা বেলায়েত হোসেন আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন।
প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির মূল দর্শন ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি রক্ষা করা। এই নীতির ফলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আমাদের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। আজ যে সংকটময় সময় অতিক্রম করছি, তাতে রেমিট্যান্সই অর্থনীতির বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
তিনি বলেন, জিয়াউর রহমানই প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন। এমনকি ইরাক ইরান যুদ্ধের সময় তিনি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এভাবেই মুসলিম বিশ্বের আস্থাভাজন হয়ে তিনি বাংলাদেশকে কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন। এই নীতির ফসল আজও আমরা ঘরে তুলছি রেমিট্যান্সের মাধ্যমে।
সভায় উপস্থিত ছিলেন ইউএসটিসির চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালাহ উদ্দিন আহমেদ, ইউএসটিসির অধ্যাপক ডা. মাহবুব আলম, চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, চমেক ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনি, ইউএসটিসির ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নেজাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. ইফতেখার আদনান, ইউএসটিসির আইডিএ’র সভাপতি ডা. মতিউর রহমান, ছাত্রদল নেতা হাবিবুল ইসলাম তানিম, মো. রোহান, আল মারুফ, তৌসিফ প্রমুখ। বিজ্ঞপ্তি