শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন

1

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি সকালে বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রের এবাদতখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান-প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম, সম্মানী সম্পাদক, প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলের পূর্বে আত্মনির্ভরশীল বাংলাদেশ নির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম, সম্মানী স¤পাদক, প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী নুরুল আলম ও কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম। তাঁরা একটি আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষে ঐক্যবদ্ধ হতে সকল দেশবাসীর প্রতি আহবান জানান।
মিলাদ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী নুরুল আলম, কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.এস.এম. শাহজাহান, প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী মোহাম্মাদ তাজুল ইসলাম, প্রকৌশলী মো. ফরিদুল আলম, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকৌশলী মোহাম্মাদ রাশেদ আলম, প্রকৌশলী দেওয়ান মুহাম্মাদ মাসুদুল হাসান, প্রকৌশলী এইচ এম রফিকুন নবী, প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম, প্রকৌশলী মো. রেজাউল হায়াত খান, প্রকৌশলী সাঈদ মোহাম্মদ জাবের রনি, প্রকৌশলী মো. ইমাদুল হক, প্রকৌশলী মো. অহিদুল ইসলাম, প্রকৌশলী মো. ইমরান আলী, ইআরসি’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল হোসেন, জেনারেল সেক্রেটারী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স¤পাদক (অর্থ) প্রকৌশলী মো. কামরুজ্জামান ও নির্বাহী সদস্য প্রকৌশলী মো. জিয়াউল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ।