ইমাম রেফায়ী কনফারেন্সে বক্তারা বলেন, ইসলামের পরিপূর্ণতা অর্জনে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে মুসলমানের দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। বক্তারা আরো বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও ইসলামের মূল ভিত্তি বুঝতে হলে আগে হ্ক্কানী অলীয়ে কামেলদের সংস্পর্শে আসতে হবে। এলমে শরীয়েত পাশাপাশি এলমে ত্বরিকতের চর্চাকারীদের চোহবতে থাকলে মুসলমানরা কখনো বিপথগামী হবেনা। শরীয়ত ও ত্বরিকতের সমন্বয়ে জীবন অতিবাহিত করলেই ইসলামের পরিপূর্ণতা অর্জন সম্ভব হবে। গত ২৩ নভেম্বর নগরীর পাঁচলাইশ হামজারবাগ ফয়জানে আউলিয়া দরবার শরীফে মহান ওলী সুলতানুল আরেফিন কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ ইমাম আহমদ কবীর রেফায়ী (রহ.)এর ৮৬৮ তম ওরসে পাক উদযাপন উপলক্ষে ইমাম রেফায়ী (রহঃ) কনফারেন্স পীরে ত্বরিকত খলিফায়ে খানদানে আ’লা হযরত আল্লামা এএসএম ইউসুফ জিলানী রেফায়ী আশরাফী (মু,জি,আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনজুমানে গাউছিয়া রেফায়ীয়া আশরাফীয়া রেযভিয়া বাংলাদেশের উদ্যোগে কনফারেন্সে প্রাধান অতিথি ছিলেন হালিশহর দরবার শরীফের মাওলানা আইনানুল হক মুনিরী। সঞ্চালনায় ছিলেন মাওলানা সাইয়্যিদ কামাল হোসাইন সিরাজী রেফায়ী। কোরআন তেলাওয়াত করেন কারী মাওলানা মোসাদ্দেক মুরশেদ। সূচনা বক্তব্য রাখেন- মাওলানা জালাল উদ্দীন আনোয়ারী। বিশেষ মেহমান ছিলেন রেযা একাডেমী বাংলাদেশ এর সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম আস সাঈদী রেফায়ী, চেয়ারম্যান ফারুকে আজম হজ ও ওমরা গ্রুপ, মাওলানা গিয়াস উদ্দীন আল কাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি