শয়নকক্ষ থেকে শিশুসহ মায়ের লাশ উদ্ধার

5

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে একটি ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে আফরোজা আফরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই কক্ষের বিছানা থেকে আফরিনের কন্যা ১৬ মাস বয়সী আতিয়া আয়েশার মরদেহও উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় ফটিকছড়ি পৌরসদরের ৮নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের নিচতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত আফরোজা আফরিন ওই এলাকার মো. আনোয়ারের স্ত্রী। আনোয়ার হোসেন পেশায় একজন এনজিও কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে নিয়ে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কামাল ভবনের নিচতলার আনোয়ারের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্ষটি ভেতর থেকে তালা লাগানো ছিল। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে মা এবং পাশে বিছানায় পড়ে থাকা ১৬ মাস বয়সী শিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে ওই গৃহবধূ তার সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।