শতবর্ষী ‘মরাছড়া’ দখল করে ভবন নির্মাণ

3

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরের ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘মরাছড়া’ অবৈধভাবে দখল করে সেই ছড়ার উপর ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শত বছরের পুরনো ছড়ার বেদখল ঠেকাতে স্থানীয় এলাকাবাসী একাট্টা হয়ে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি প্রভাবশালী মহল মো. মোস্তফা নামে এক প্রবাসীর পক্ষে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ওই এলাকার শত বছরের পুরনো ‘মরাছড়া’ দখল করে ভবন নির্মাণ করছে। অথচ এই ছড়ার দুই পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা রয়েছে। ওই এলাকার একমাত্র পানি নিষ্কাশনের মাধ্যম ‘মরাছড়া’টি এভাবে বেদখল হয়ে গেলে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতে পুরো এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হবে।
সরেজমিন পরিদর্শনের সময় এলাকাবাসী জানায়, স্থানীয়ভাবে পরিচিত ‘মরাছড়া’র জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণাধীন ভবনের পাইলিং এর কাজ করতে গিয়ে জায়গাটির গাইড ওয়াল (প্রতিরোধক প্রাচীর) এর কিছু অংশ ছড়ার উপর ধ্বসে পড়েছে এবং ধ্বসে পড়া কিছু অংশ গাছ-বাঁশ দিয়ে কোনোমতে আটকে রাখা হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে ছড়াটিতে নামার সিড়িও।
নির্মাণাধীন ভবনটির মালিক মো. মোস্তফা দেশে না থাকলেও বর্তমানে ভবনটির নির্মাণ কাজ দেখাশোনা করছেন মো. রাশেদুল আলম। তিনি জানান, আমরা আমাদের জায়গাতেই ভবন নির্মাণ করছি। বরং ছড়ার মধ্যে আরও এক ফুট আমাদের জায়গা রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান দৌলত ক্ষোভ প্রকাশ করে বলেন, ছড়াটির উভয় পাড়ে ৩০ ফুট করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থাকলেও একটি প্রভাবশালী মহলের দাপটে নির্মাণাধীন ভবন মালিক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ছড়ার জায়গা দখল করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করে যাচ্ছে।
হাটহাজারী পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে আমি অবগত নই। বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হচ্ছে। তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নিবেন।