বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের দুই দিনই হয়নি খেলা। প্রথম দিনের পর দুই দিন বাদ দিয়ে চতুর্থ দিন মাঠে গড়ায় বল।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে মারকুটে ব্যাটিং করে ভারত। যেখানে অবদান রাখেন বিরাট কোহলিও। ৩৫ বলে ৪৭ রানের ইনিংসের পথে তিনি টপকান কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এদিন দ্রæততম সময়ে সব সংস্করণ মিলিয়ে ২৭ হাজার রান পূর্ণ করে কোহলি। সবমিলিয়ে ৫৯৪ ইনিংস খেলে এই রান নিজের ক্যারিয়ারে যোগ করেন ভারতীয় এই ব্যাটার। বিশ্বের চতুর্থ ক্রিকেটার ও ভারতের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ২৭ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন তিনি। দ্বিতীয় দ্রুততম হিসেবে কিংবদন্তি শচীন এই মাইলফলকে পৌঁছাতে খেলতে হয়েছে ৬২৩ ইনিংস। তিনে থাকা কুমার সাঙ্গাকারার লেগেছে ৬৪৮ ইনিংস।
২৭ হাজার রানের মধ্যে টেস্টে কোহলি পূর্ণ করেছেন ৮ হাজার ৮৭০ রান। ওয়ানডেতে ১৩ হাজার ৯০৬ এবং টি-টোয়েন্টিতে ৪ হাজার ১৮৮ রান রয়েছে তার। ভারতীয় এই ব্যাটারের দারুণ এই রেকর্ডে টুইটারে শুভেচ্ছা জানান বিসিসিআই সেক্রেটারী জয় শাহ।