শক্তিশালী সৌরচ্ছটা ছড়াচ্ছে সূর্য, স¤প্রতি এমনই জানিয়েছে নাসা। সৌরচ্ছটার মধ্যে সবচেয়ে তীব্র ‘এক্স’ শ্রেণির মধ্যে পড়ে ‘এক্স২.৩’ নামের এ আলোর ঝলকানি। সূর্যের যে অঞ্চল থেকে এই সৌরচ্ছটা ছড়িয়ে পড়ছে তার উপরিভাগের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ‘সোলার ডায়নামিক্স অবজারভেটরি’।
সৌরচ্ছটা হচ্ছে, সূর্যের বায়ুমন্ডলে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের একটি তীব্র বিস্ফোরণ, যা সূর্য থেকে বেরিয়ে আসে ও এটি পৃথিবীর প্রাণীকূলের জন্য তৈরি করতে পারে ঝুঁকি। উত্তর ও দক্ষিণ দিকে আলো নিয়ে আসলেও এই সৌরচ্ছটা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক গ্রিড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সমস্যা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। খবর বিডিনিউজের।
বর্তমানে নিজের ১১ বছরের সৌর চক্রের শীর্ষ অবস্থানে রয়েছে সূর্য। আর এ সময়ে সৌর আবহাওয়ার এ ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, এ শক্তিশালী সৌরচ্ছটা পৃথিবীতে থাকা বিভিন্ন অবকাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের ক্ষতি করতে পারে, বিশেষ করে মানুষ বাস করে এমন কাঠামোর বেলায়।
‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’-এর ‘স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার’ জানিয়েছে, সূর্য যখন নিজের সৌর অবস্থার সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন এ ধরনের সৌরচ্ছটা, যেমনটি এখন ঘটছে, ‘সাধারণ না হলেও অস্বাভাবিক কোনো বিষয় নয়। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, আরও বেশি তীব্র আলোকচ্ছটা বের হওয়ার ঝুঁকি রয়েছে সূর্য থেকে। একইসঙ্গে রয়েছে সপ্তাহজুড়ে একই রকম তীব্রতার সম্ভাবনাও।
এ বছরের শুরুর দিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরচ্ছটার কবলে পড়েছিল পৃথিবী। গবেষকরা তখন সতর্ক করে বলেছিলেন, আগামীতে আরও তীব্রতার ইঙ্গিত হতে পারে শক্তিশালী এই মহাকাশ আবহাওয়া।