ল্যাভেন্ডার স্কুলে এডমিশন ফেয়ার

42

ল্যাভেন্ডার ইন্টারন্যাশনাল স্কুলে ৫ দিনব্যাপি ইনাগুরেশন ও এডমিশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর রিজভী রহমান বলেন, ব্রিটিশ কারিকুলাম ও ন্যাশনাল কারিকুলাম দুটোরই সুযোগ পর্যায়ক্রমে আসবে। সৎ মানসিকতা ও সুন্দর ব্যবহার সেই সাথে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের লেখাপড়ার সুযোগ সমন্বয় আমরা এই স্কুলে প্রতিষ্ঠা করেছি। বিশেষ করে ডে কেয়ার ইউনিট এবং প্রি প্লে ক্লাসের মত সুবিধা এবং ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুযোগ সুবিধা বিধান করতে পারা একটি অনেক বড় পদক্ষেপ।ল্যাভেন্ডার স্কুলের অন্যান্য কো-ফাউন্ডারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনথিয়া মারজান মির্জা এবং আসমিয়াত রহমান। প্রায় ১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আয়েশা ফেরদৌস রিমি এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ কারিকুলাম ও স্পোর্টস এক্সপার্ট মি.টিম মাওয়ার এখানে কো-অডিনেটর হিসেবে যোগ দিয়েছেন। শিশুরা পাবে কো-কারিকুলাম সুবিধা। বিজ্ঞপ্তি