লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় এক কৃষকের উন্নত জাতের ২টি গাভি চুরি হয়েছে। চুরি হওয়া গাভি ২টির মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছেন চুরি হওয়া গরুর মালিক কৃষক সাদ আলী। গত ১৫ মার্চ রবিবার ভোররাতে উপজেলার চুনতি মুন্সেফ বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
সাদ আলী জানান, গাভি ২টি রাতে ঘরের সন্নিহিত গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। মনে হচ্ছে-গাভি ২টি ভোররাতে চোরেরা চুরি করে নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, গরু চুরি ঘটনার ব্যাপারে অবগত হয়েছে। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।