লোহাগাড়ায় গত ১৬ ডিসেম্বর রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। এদিন সকালে এলাকার সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন সমূহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পৃথক পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে কুচ-কাওয়াজে অংশগ্রহণ করে লোহাগাড়া থানা পুলিশ, আনসার ভিডিপি ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের স্কাউটস দল। সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। একই মাঠে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে, শারিরীক কসরতসহ বিভিন্ন খেলাধুলা শেষে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মানিত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পিপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আকতার আহমদ সিকদার, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, সৈয়দ আবদুল মাবুদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ। অনুষ্ঠানে উপজেলায় সাংবাদিকতায় যথাযথ অবদান রাখায় লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি নুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় আরো ১৭ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।