লোহাগাড়ায় মুজিববর্ষ পালনে আ.লীগের প্রস্তুতি সভা

43

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা গত ১৩ মার্চ সংগঠনের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রবীণ সদস্য এরশাদুল হক চৌধুরী ভেট্টু, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোজাহিদ বিন কাইছার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আবু ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, মাষ্টার সলিল কান্তি বড়ুয়া, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, লোহাগাড়া সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক হেফাজত উল্øাহ সিকদার, আমিরাবাদ ইউনিয়নের যুগ্ম আহব্বায়ক জামাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজী রায়হান, এরশাদুল হক, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মো. হোসেন মাসুম ও ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম ইমন প্রমুখ। সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ উপলক্ষে ১৭ মার্চ সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, সকাল ১১টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।-