লোহাগাড়ায় বন্দুক ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

33

লোহাগাড়ায় দেশীয় তৈরি বন্দুক-গুলি-রামদা ও ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের কাজির পাড়া থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মো. ফরিদ (৩২) আধুনগর কাজির পাড়ার মৃত নজির আহমদের পুত্র।
একইদিন সকালে থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, ৯ রাউন্ড গুলি, ১টি রামদা ও ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইদিন মো. ফরিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।