লোহাগাড়ার আধুনগর খানহাটে ফার্নিচার মার্কেটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস, ৯টি ফার্নিচার দোকান ও ২টি ভাড়াবাসা পুড়ে গেছে।
এর মধ্যে আধুনগর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব মিয়ার ব্যক্তিগত অফিস, সাহাব উদ্দিন, রেজাউল
করিম, মোহাম্মদ আলী মেম্বার, মো. ইউসুফ সওদাগর, জয়নাল আবেদীন, মো. রাসেল, মো. জনি, মো. জহির, মো. সাইফুলের ফার্নিচার দোকান। এছাড়া সোলতান সওদাগরের ২টি ভাড়াঘর।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে মো. নিকাব (১৮) নামে এক তরুণ আহত হন।
চেয়ারম্যান আইয়ুব মিয়া জানান, একটি ফার্নিচার তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাতকানিয়া ও চকরিয়া ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।