লোহাগাড়ায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা নির্বাচিত

88

লোহাগাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান, সমাবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক ও সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেয়াসহ বিভিন্ন বিষয়ে অবদানের জন্য এ বছর ৪ জনকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। গত ৩ ডিসেম্বর মঙ্গলবার প্রাথমিকে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ এবং সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাদেরকে নির্বাচিত করেন। নির্বাচিতদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রশিদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জকরিয়া ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মধ্য কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী নাথ। লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন জানান, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্য প্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।