লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুর নাম আফিফা সোলতানা (৪)। সে ওই এলাকার কৃষক ছগির আহমদের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শিশুটি খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ আফিফাকে দেখতে না পেয়ে খোঁজ করেন। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান শিশুটির মামা আবদুল ওয়াহাব।