লোহাগাড়ায় নদী ও ছড়ার ভাঙ্গনে কৃষকের ক্ষয়ক্ষতি, চলাচলে দুর্ভোগ

53

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় কুলালপাড়ায় সাতগড় ছড়ার পাড় ভাঙ্গনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পানির ঢলে সাতগড় ছড়ায় ভাঙ্গন দেখা দেয়। ফলে লোকালয়ে ঢুকে পড়ে পানি। সাতগড় ছড়াটি পার্বত্য বান্দরবান জেলার আজিজনগর থেকে শুরু হয়ে আধুনগর এলাকায় ডলু নদীর সাথে মিশিছে।
স্থানীয় কৃষক নূর আহমদ ও লাল মিয়া জানান, সাতগড় ছড়ার ভাঙ্গনে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কৃষকের ধানের বীজতলা ও সব্জি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়াও অনেক মৎস্য খামারির মাছ পানিতে ভেসে গেছে। খালের ভাঙ্গন দ্রুত সংস্কার করা না হলে পুনরায় ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা করছেন তারা। চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু জানান, সাতগড় ছড়ার ভাঙ্গন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। নাহলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এদিকে লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের সামনে হাতিয়া খালের ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কোন ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল।
স্থানীয়রা জানান, এ সড়কটি আধুনগর বাজার হতে বড়হাতিয়া পর্যন্ত বিস্তৃত। এ সড়ক দিয়ে প্রতিদিন রশিদের ঘোনা, পাগলিকুল, আমতলী, দানেশের পাড়া, বিল্লিয়া পাড়া ও বড়হাতিয়া এলাকার প্রায় ৬-৭ হাজার লোকজন চলাচল করেন। এছাড়াও আধুনগর উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। টানা কয়েকদিনের বর্ষণে সড়কের আধুনগর উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, এ সড়কটি খুবই জনগুরুত্বপুর্ণ। হাতিয়া খালের ভাঙ্গনে এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যে কোন সময় বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে যেতে পারে। পানির স্রোতে সড়কটি ভেঙ্গে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের আসা-যাওয়ায় চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই হাতিয়া খালের ভাঙ্গন রোধে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
আধুনগর ইউপি চেয়ারম্যান আইয়ুব মিয়া জানান, হাতিয়া খালের ভাঙ্গনে বিধ্বস্ত সড়ক এলাকা পরিদর্শন করেছি। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।