লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোডের আইটি পার্ক নামে এক কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৩ শিক্ষককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) পদ্মাসন সিংহ ও পুলিশ ফোর্স।
আটকরা হলেন কলাউজান রশিদিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক জয় বড়ুয়া, আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইব্রাহিম খলিল ও বড়হাতিয়ার আরিফুল ইসলাম।ইউএনও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই তিন শিক্ষক কোচিং বাণিজ্য চালু রেখে পাঠদান করায় ৩ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন তারা।