লোহাগাড়ায় ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

54

লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের মাইজবিলা গ্রামে অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদালয়ের নিকট স্থাপন করা হয়েছে এসবিএন নামে একটি ইটভাটা। এ ইটভাটার প্রতিনিয়ত কালো ধোঁয়া ও ধুলা-বালিসহ নানা কারণে দূষণের স্বীকার হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ আশপাশের লোকজন। স্থানীয়দের মতে, ২০১০ সালে উক্ত ইটভাটাটি স্থাপন করা হয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে ১৯৯৭ সালে। শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ ইট ভাটার কারণে বিদ্যালয়ের ক্লাসে লেখাপড়ার কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শিকার হতে হচ্ছে চরম দূর্ভোগের। উক্ত এসবিএন ইটভাটা বন্ধের দাবিতে অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে ইতোপূর্বে লিখিত অভিযোগ করা হয়েছে। ইটভাটাটি বন্ধের দাবিতে ইতোমধ্যে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। কিন্তু এসব অভিযোগ, দাবী ও মানববন্ধনেও ইটভাটার দূষণ থেকে মুক্তি মিলছে না কিছুতেই। বর্তমানে চলতি শীত মৌসুমেও ইট তৈরীর জন্য ভাটায় কার্যক্রম শুরু করেছে পুরোদমে। ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট এলাকাবাসী পুনরায় মারাত্বকভাবে পরিবেশ দূষণের আশংকায় রয়েছেন। এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ইটভাটার মালিককে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। অমান্য করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান জানান, এসবিএন ইটভাটার ব্যাপারে অভিযোগ রয়েছে সেটা আমি জানি। এ ব্যাপারে কোন মন্তব্য করবো না। স্থানীয় এলাকাবাসীরা জানান, অবৈধভাবে ইটভাটাটি স্থাপন করা হয়েছে। তাও আবার বিদ্যালয় সন্নিকটে। ইটভাটা লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। মালিকপক্ষ স‚ত্রে জানা যায়, লাইসেন্স সংক্রান্ত মহামান্য হাইকোর্টে রীট পিটিশন (নং-১২২১৭/২০১২ইং) দায়ের রয়েছে।