লোহাগাড়া প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার ও শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুুরে উপজেলা পরিষদ হল রুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী সভাপতিতে¦ ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, মোহাম্মদ মারুফ, রায়হান সিকদার, দেলোয়ার হোসেন রশিদী, আবুল কালাম আজাদ, আতাউর রহমান মাসুদ, আবদুল ওয়াহাব ও সদস্য মোহাম্মদ ইউছুফ।