লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতিত ডা. মোহাম্মদ আলী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন। এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও দেলোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ ইসমাঈল, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ডা. আখতার আহমদ, সহ-সভাপতি আনসার উদ্দিন ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রোগীরা সঠিক সেবা পেলে শহরমুখি হবেনা। কোন রোগীকে কোনভাবেই হয়রানি করা যাবেনা। সকল বেসরকারি হসপিটালে সেবার মানকে বেশি করে প্রাধান্য দিতে হবে। এছাড়া মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে এসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।