লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া সাইফুল ইসলাম সজিবকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কলাউজান ইউনিয়নের বলিপাড়ার নজির আহদের পুত্র। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় বাঁশখালী উপজেলা বাহারছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে সজিব এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে ছিলেন। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গত ৯ সেপ্টেম্বর ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে বাংলা বাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ার একটি বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে বুঝে নিয়ে স্থানীয়দের চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন থানা হেফাজত থেকে আসামি সজিব কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় একইদিন তৎকালীন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।