লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনালের ক্যাপ্টেন শাহরিয়ার ,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রবিউল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক নাজমুল মোস্তফা আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদি, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল নোমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা কাজি নুরুল আলম চৌধুরী, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি পলাশ দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দসহ কমিটির সদস্যরা।
সভায় উপজেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। বিভিন্ন অপরাধের কারণ অনুসন্ধান অনলাইন জুয়া, আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা, জাল টাকা প্রতিরোধ, চুরি, ডাকাতি, মাদককারবারিদের প্রতিরোধে থানা পুলিশের টহল ও চেকপোস্ট বৃদ্ধি, সড়কের শৃঙ্খলায় মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, আমিরাবাদসহ গুরুত্বপূর্ণ স্টেশনে সিসি ক্যামেরা বসানো, বিভিন্ন হাট বাজারে হাসিলের তালিকা টাঙ্গানো, পাহাড়, জমির টপ সয়েল কাটা ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ঈদুল আযহার সরকারি ছুটিকালীন সময়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মহাসড়কে যানজট নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেবার জন্য বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়।