লোহাগাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

2

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মং এছেন, থানার প্রতিনিধি এস আই জাহিদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী, উপজেলা এনসিপির আহব্বায়ক জহির উদ্দিন, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, হিন্দু সম্প্রদায়ের আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের যু. সাধারণ সম্পাদক পলাশ দাশ, কলাউজান ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ , চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন, এনসিপি উপজেলা যু. সমন্বয়কারী রিদুয়ান আর রাইয়ান, ছাত্র প্রতিনিধি এরশাদ হোসাইন ও সাইদ হোসেন মানিক প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণভাবে সন্তোষজনক হলেও, কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাই, যানবাহনজনিত সমস্যা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে আমাদের আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় লোহাগাড়াকে একটি শান্তিপূর্র্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব, এটাই আমাদের লক্ষ্য।
তিনি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহŸান জানান।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদেরকে আরোও একটিভ হতে হবে। মাদক, ইভটিজিং মুক্ত লোহাগাড়া গড়তে এবং যুব সমাজকে বাঁচাতে আমারা কঠোর অবস্থানে। আমাদের নতুন প্রজন্মকে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজারের যানজট নিরসনের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ, মাদক, ইভটিজিং, অবৈধ বালু উত্তোলন, পাহাড়কাটা ও বনজ সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধে সবাইকে জনসচেতনতা তৈরি করা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আমাদের শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এলাকার যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে সরিয়ে এনে ক্রীড়ামুখী করতে আগামী ৮ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।