লোহাগাড়া অডিশনে ইয়েস কার্ড পেল ২০ হাফেজ

1

গাউছুল আজম মাইজভান্ডারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে শুরু হওয়া গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লোহাগাড়া উপজেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাউজান উপজেলার কূলপাগলী এলাকায় দায়রা শাখা কার্যালয়ে অনুুষ্ঠিত অডিশনে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭৪ কুরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকরা ২০ জনকে পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করে।
এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুত তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, জনসংযোগ ও প্রচার সম্পাদক নুরুল কবির, দপ্তর সম্পাদক আবদুল করিম, কক্সবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মুছাসহ লোহাগাড়া উপজেলা কার্যকরী সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার পর রবিবার সন্ধ্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) ক‚লপাগলী দায়রা শাখার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি