লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন এলডিপির সম্মেলন অনুষ্ঠিত

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি রাতে পদুয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. শাহজাদা মিয়ার সঞ্চালনায় পদুয়া ইউনিয়ন এলডিপির সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম, চরম্বা ইউনিয়ন এলডিপির সভাপতি নাজিম উদ্দীন, আধুনগর ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম প্রমুখ। সম্মেলনে পদুয়া ইউনিয়ন এলডিপির একরাম হোসেনকে সভাপতি, আলী নেওয়াজকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
এছাড়াও গণতান্ত্রিক যুবদলের পদুয়া ইউনিয়ন কমিটিতে মোহাম্মদ ইস্কান্দার সভাপতি, মোহাম্মদ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষণা করা হয়। একই সাথে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন মো. আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সাহাব উদ্দিনকে পদুয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মো. সালাউদ্দীনকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলাম ইমনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।