লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে গাঁজা পাচারকাজে ব্যবহৃত মিনিট্রাক। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চট্টগ্রামমুখি একটি মিনিট্রাককে থামানোর সংকেত দেয়া হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকে থাকা চালকসহ তিন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। ধাওয়া করেও তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে মিনিট্রাকে তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।