লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে চৌধুরী সড়কের মোমেনা টাওয়ারে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হাসিনা বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। হাসিনা বেগম সাতকানিয়া উপজেলার বাজালিয়া বদ্দ পাড়ার ফজল করিমের প্রথম স্ত্রী। নিহত হাসিনা বেগমের ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
নিহতের ভাইজি রাজিয়া বেগম জানান, স্বামীর ছুরিকাঘাতের পর আমরা ফুপিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। ওখানে চিকিৎসাধীন অবস্থায় ফুপি মৃত্যু বরণ করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জুন (বুধবার) রাত সাড়ে ৮ টার দিকে হাসিনা বেগম তার মেয়ের ভাড়া বাসা মোমেনা টাওয়ারে থাকা অবস্থায় স্বামী ফজল করীমের সাথে ঝগড়ার এক পর্যায়ে ফজল করীম তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত স্বামী ফজল করীমকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত হাসিনা আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা হয়েছিল। এখন এটি হত্যা মামলায় রূপান্তর প্রক্রিয়াধীন। নিহতের সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।