লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় এক কৃষকের সেচ স্কিম ও মেশিন জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী কৃষক আবুল হাশেম উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের নাওঘাটা সৈয়দ পাড়ার মৃত আবদুল জলিলের পুত্র। ২৩ ফেব্রুয়ারি সকালে এই ঘটনায় উপজেলা সদর বটতলী স্টেশনে এক রেস্টেুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী কৃষক আবুল হাশেম জানান, গত ৩০ বছর যাবত ধারাবাহিকভাবে এলাকার কৃষকদের মাঝে পানি সেবা দিয়ে আসছি। প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে চলে যাবার সময় একই এলাকার আহমদ হোসেনের পুত্র মোহাম্মদ আজিজকে স্কিমটি দেখাশুনার দায়িত্ব দিই। প্রবাসে থাকাকালীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনের সহযোগিতায় অভিযুক্ত আজিজ আমার সেচ স্কিম জোরপূর্বক দখলে নেয় এবং মেশিনটি লুট করে নিয়ে যায়। সম্প্রতি দেশে ফিরে সেচ স্কিম ও মেশিন জোরপূর্বক দখলে নেয়ার ব্যাপারে প্রতিবাদ করলে অভিযুক্ত আজিজ চড়াও হয়ে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে আসছে। পরে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়। তিনি বিষয়টি মীমাংসাও করে দেন। কিন্তু অভিযুক্ত আজিজ মীমাংসার সিদ্ধান্ত অমান্য করে হামলা ও মামলা করে হয়রানি করছেন। এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোহাম্মদ আজিজের মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ জিমাম ও ফরিদা ইয়াছিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।